বাংলাদেশকে টেনে ভারতীয় গণমাধ্যমের খবর কেউ বিশ্বাস করবে না: পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নয়াদিল্লিতে হামলার পরিকল্পনা করেছে—ভারতীয় গণমাধ্যমের এমন দাবি কেউ বিশ্বাস করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, 'যেকোনো ঘটনার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। যেকোনো বিবেচনাসম্পন্ন মানুষ এসব বিশ্বাস করবে না।'গতকাল সোমবার নয়াদিল্লিতে গাড়িতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বি...
পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নয়াদিল্লিতে হামলার পরিকল্পনা করেছে—ভারতীয় গণমাধ্যমের এমন দাবি কেউ বিশ্বাস করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, 'যেকোনো ঘটনার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। যেকোনো বিবেচনাসম্পন্ন মানুষ এসব বিশ্বাস করবে না।'
গতকাল সোমবার নয়াদিল্লিতে গাড়িতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, লস্কর-ই-তৈয়্যেবার (এলইটি) কমান্ডার সাইফুল্লাহ সাইফ দাবি করেছেন যে, সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ বাংলাদেশ হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করেছেন।
তিনি আরও দাবি করেন, লস্কর-ই-তৈয়্যেবার সদস্যরা 'পূর্ব পাকিস্তানের (অর্থাৎ বাংলাদেশ)' ভারতে সক্রিয় আছে এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত।
যদিও আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত করা হয়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'ষড়যন্ত্রকারীরা' কেউ রেহাই পাবে না।
এদিকে আজ মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ হামলাকে 'ভারতের রাষ্ট্রীয়-পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ' বলে মন্তব্য করেছেন।