ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিলো দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই শাখার আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। গ্রামীণ ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চ ম্যানেজার মো. কলিম উদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।তবে আগুনে ব্যাংকের ভেতরে থাকা টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।কলিম উদ্দিন বলেন, 'গতরাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে আমাদের অবহিত করেন। পরে স্থানীয়দের সহায়...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই শাখার আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
গ্রামীণ ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চ ম্যানেজার মো. কলিম উদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তবে আগুনে ব্যাংকের ভেতরে থাকা টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
কলিম উদ্দিন বলেন, 'গতরাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে আমাদের অবহিত করেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।'
পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নেভায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা গিয়ে দেখি আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। তবে টাকা-পয়সার কোনো ক্ষতি হয়নি।'