চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে বনদস্যুরা।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হাসনাবাদ রেঞ্জের উত্তর খরলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান।

আহতরা হলেন—হাসনাবাদ রেঞ্জের রেঞ্জার সিফাত আল রাব্বানী ও বনকর্মী মো. সোহেল। তাদের উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আনিসুর রহমান বলেন, রামগড়–সীতাকুণ্ড সংরক্ষিত বন থেকে গাছ কেটে লুট করার খবর পেয়ে ভোরে তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। সেসময় বন বিভাগের দলটি দুজন বনদস্যুকে ধরে ফেলে। এরপর দস্যুদের বাকি পাঁচ থেকে সাতজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় দুজন আহত হলেও বনপ্রহরী মনিরুজ্জামান পালিয়ে যেতে সক্ষম হন।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় থানায় ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি দস্যুদের বিরুদ্ধে বন আইনেও মামলা করা হবে।