ঢাকায় দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ
সম্প্রতি ঢাকার মিরপুরে অবস্থিত ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড (বিএমআইএস) এর প্রশিক্ষণ কক্ষে ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ও তাদের তিন সহকারী 'টোয়েন্টি আওয়ার্স ট্রেনিং ফর কেয়ারার' নামের প্রশিক্ষণ কার্যক্রমে সফলভাবে অংশ নেন।এই কার্যক্রমে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও দৃষ্টি প্রতিবন্ধী সন্তানদের মায়েরাও অংশ নেন। ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনের এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার-বাংলাদেশ (আইপিসি-বি)।উল্লেখ্য, আইপিসি-বি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রে...
সম্প্রতি ঢাকার মিরপুরে অবস্থিত ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড (বিএমআইএস) এর প্রশিক্ষণ কক্ষে ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ও তাদের তিন সহকারী 'টোয়েন্টি আওয়ার্স ট্রেনিং ফর কেয়ারার' নামের প্রশিক্ষণ কার্যক্রমে সফলভাবে অংশ নেন।
এই কার্যক্রমে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও দৃষ্টি প্রতিবন্ধী সন্তানদের মায়েরাও অংশ নেন।
৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনের এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার-বাংলাদেশ (আইপিসি-বি)।
উল্লেখ্য, আইপিসি-বি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই প্রকাশ করে থাকে।
আইপিসি-বি, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি)-এর আওতাধীন একটি প্রকল্প।
২০১৩ সাল থেকে এটি যা সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে নিবন্ধিত।
২০২৫ সালে তা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে কাছ থেকে রেয়াত পেয়েছে।
সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া'র পরিকল্পনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতায় এগিয়ে আসেন 'রিয়েল ভিউ'-এর প্রধান ব্যক্তিত্ব ফাহিমা খাতুন।
রিয়েল ভিউ দৃষ্টি প্রতিবন্ধী নারী ও শিশুদের নিয়ে কাজ করে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি)-এর সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া।
তিনি বলেন, 'এই প্রশিক্ষণ মানবিক স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের প্যালিয়েটিভ কেয়ারে যুক্ত করা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশকে অনুকরণীয় উদাহরণ হিসেবে গোটা বিশ্বের সামনে উপস্থাপন করবে।'
অনুষ্ঠানের শেষাংশে ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ।
সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিসিএসবি'র কোষাধ্যক্ষ সালাহউদ্দীন আহমাদ, ডা. নূরজাহান বেগম, ডা. তাসনিম জেরিন, ডা. সীমা রাণী সরকার, ডা. নাদিয়া ফারহীন, লেখক আসিফ নবী, খালিদ আরাফাত অব্যয়, ফারজানা মালা, শাহাদৎ রুমন প্রমুখ।