ককটেল-অগ্নিসংযোগে উচ্চ সতর্কতায় ঢাকা
ঢাকায় গতকাল একাধিক স্থানে গণপরিবহন, প্রধান উপদেষ্টা ও মৎস্য উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।সারাদিনে ঢাকায় অন্তত ১১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৩ নভেম্বরের আগে রাজধানীর সব থানা টহল ও ন...
ঢাকায় গতকাল একাধিক স্থানে গণপরিবহন, প্রধান উপদেষ্টা ও মৎস্য উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সারাদিনে ঢাকায় অন্তত ১১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৩ নভেম্বরের আগে রাজধানীর সব থানা টহল ও নজরদারি বাড়াবে। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এক মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ার কথা।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়গুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাব যৌথভাবে শহরজুড়ে অভিযান শুরু করেছে।
বিবৃতিতে সতর্ক করা হয়, দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের যেকোনো চেষ্টা আইন মেনে কঠোরতার সঙ্গে প্রতিহত করা হবে।
গত প্রথম বিস্ফোরণটি ঘটে ভোর ৩টা ৪৫ মিনিটে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। প্রতিষ্ঠানটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ভবনের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
চার ঘণ্টারও কম সময়ের মধ্যে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান 'প্রবর্তনা'য় মোটরসাইকেলে আসা দুজন ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় বলে জানান মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডির মাইডাস সেন্টার ও ইবনে সিনা হাসপাতালে সামনে মোট চারটি ককটেল নিক্ষেপ করা হয়—দুটি হাসপাতালের দিকে ও দুটি মাইডাস সেন্টারের সামনে।
সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটনা ঘটে—মৌচাক মোড়ে সন্ধ্যা ৬টার দিকে, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে ৬টা ২০ মিনিটে, খিলগাঁও ফ্লাইওভার এলাকায় ৬টা ৩০ মিনিটে এবং মিরপুরের শাহ আলী মার্কেটের কাছে ৬টা ৪০ মিনিটে।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, রাত ১০টার দিকে ফ্লাইওভার থেকে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।
রাত ১১টা ১০ মিনিটের দিকে দিনের শেষ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে। মোটরসাইকেলে এসে ককটেল হামলা করে হামলাকারীরা। এতে এক পথচারী সামান্য আহত হন।
ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।
তিনি বলেন, বিস্ফোরণের পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দলীয় কর্মীরা দুজনকে ধাওয়া করেন। পরে কাছাকাছি এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়। মোট পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগের দিন শুক্রবার ককটেল হামলা হয় কাকরাইলে সেন্ট মেরি'স ক্যাথেড্রাল গির্জায় এবং মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বাসভবনের সামনে।
পুলিশের তথ্যমতে, গতকাল ভোরে শাহজাদপুর ও মেরুল বাড্ডায় দুটি বাসে আগুন দেওয়া হয় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনার পর ডিএমপি রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো, বিশেষত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকার আশেপাশে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এসব ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এমন সময়ে হচ্ছে, যখন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন'-এর ঘোষণা দিয়েছে।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পাল্টা গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, 'আওয়ামী লীগের কিছু কর্মী প্রকাশ্যে বলেছেন, তারা তাদের নেতাদের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। আমরা তাদের ও অন্যান্যদের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছি।'
তিনি জানান, রাজধানীতে পরিচালিত পৃথক অভিযানে আকস্মিক মিছিল করা, অর্থায়ন ও পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৮ বছর বয়সী এক ছাত্রলীগ সদস্যকেও ডিএমপি আটক করেছে।
সরকার আরও জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাদের অবস্থান অটল। ঢাকার গির্জা, মন্দির, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের মুখপাত্র এএইচএম সাহাদাত হোসেন বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় জড়িতদের আমরা গ্রেপ্তার করছি। যাকেই জড়িত পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি বলেন, 'দুঃখজনকভাবে নির্বাচনের আগে সহিংসতা আমাদের দেশে সাধারণ ঘটনা। তবে আমরা এগুলো প্রতিরোধ ও মোকাবিলার জন্য প্রস্তুত।'
গত শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত বিশেষ নিরাপত্তা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং রাজধানীর সব থানাকে টহল, নজরদারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।
সভার পর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ডিএমপি সারা শহরে নিরাপত্তা মহড়া চালায়, যাতে জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি যাচাই করা যায়।
রাজধানীর বাইরেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
রেললাইন, রেলস্টেশন ও রেলের সরঞ্জামে নাশকতা ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার পাকশী ও লালমনিরহাটে রেলওয়ে ব্যবস্থাপকদের কাছে পাঠানো এক চিঠিতে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয় এবং রাতের টহল, অতিরিক্ত আলোকসজ্জা, ২৪ ঘণ্টা ডিপো নিরাপত্তা, জ্বালানির গুদাম রক্ষা ও প্রবেশপথে পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।
ব্যবস্থাপকদের নিয়মিত সিসিটিভি পরীক্ষা, কর্মশালায় প্রবেশ সীমিতকরণ, প্রতিদিন দুইবার প্ল্যাটফর্ম তল্লাশি এবং টিকিট কাউন্টার ও অপেক্ষমাণ এলাকায় সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সেখানে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।
সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় ঢাকা মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কর্মকর্তার ছুটি বাতিল করেছে।
ছুটি বাতিলের নির্দেশনায় কারণ উল্লেখ করা না হলেও দ্য ডেইলি স্টারকে মেট্রোরেল সূত্র জানিয়েছে, চলতি মাসে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় গোয়েন্দা সতর্কবার্তার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৩ নভেম্বরকে সামনে রেখে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'দেশকে অস্থিতিশীল করার প্রতিটি চেষ্টা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা হবে। জননিরাপত্তা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক রূপান্তরের সুরক্ষাই আমাদের অগ্রাধিকার।'