আজ- শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান।

ক্রীড়া প্রতিনিধি:

এস.এম শাহপরান শুভ:

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ড কে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এর পরে কেইন উইলিয়ামসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৩ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন কেইন উইলিয়ামসন।পাকিস্তানের নাসিম শাহ ও হারিস রউফ দুটি করে উইকেট শিকার করেন।

 

জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।এর পরে মোহাম্মদ নাওয়াজের ২২ বলে অপরাজিত ৩৮ রানের ও হায়দার আলীর ১৫ বলে ৩১ রানের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। ৩ বল হাতে রেখেই ১৯.৩ ওভারে পাকিস্তানের জয় ৫ উইকেটে। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন মিচেল ব্রেসওয়েল।

 

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ নাওয়াজ। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মিচেল ব্রেসওয়েল। সংক্ষিপ্ত স্কোরঃ নিউজিল্যান্ড ১৬৩/৭ (২০) পাকিস্তান ১৬৮/৫ (১৯.৩)

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার