আজ- শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ।

সত্যবার্তা ডেস্ক:

নাটোরে ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখা, নাটোর জেলা ইমাম কল্যাণ পরিষদ, নাটোর ইমাম আকিদা সংরক্ষণ পরিষদ এবং জেলার গণ্যমান্য ওলামা ও মুফতিয়ানে কেরাম গণের উদ্যোগে ফিতরা নির্ধারণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

 

জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেম। ওই সভায় আলোচনা শেষে উপস্থিত ওলামায়ে কেরাম  সর্বসম্মতিক্রমে ঘোষণা করেন, নাটোরে বর্তমান আটার মূল্য প্রতি কেজি ৬০ টাকা। সেই হিসাবে ১ কেজি ৬৫০ গ্রামে মূল্য হিসাব করে নাটোরে ফিতরা ১০০ টাকা  নির্ধারন করা হয়।

 

সভায় আরো জানানো হয়, যারা খেজুর দিতে চান তারা ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মুল্য (প্রতি কেজি ৩০০- টাকা হিসাবে) ফিতরা ৯৯০ টাকা, কিসমিস ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য (প্রতি কেজি ৫০০ টাকা হিসাবে) ফিতরা ১,৬৫০ টাকা, জবের হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম জবের মূল্য (প্রতি কেজি ১০০- টাকা হিসেবে) ফিতরা ৩৩০ টাকা, পনির হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের মুল্য (প্রতি কেজি ৮০০ টাকা হিসেবে) ফিতরা ২,৬৪০ টাকা নির্ধারণ করা হয়।

 

 

প্রধান অতিথির বক্তব্যে নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেম জানান, ফিতরা গরীব ও দুঃখী মানুষের হক। যার যার অবস্থান থেকে বেশি পরিমাণ দেওয়ার মধ্যেই অধিক ফজিলত রয়েছে। ফিতরার নিসাব ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময়।

 

তিনি আরো বলেন, যার মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন ভরি রূপা কিম্বা এর সমমূল্য সম্পদ বা নগদ অর্থ যা বর্তমান বাজার মূল্য হিসেবে (রূপা প্রতি ভরি ১,৪০০ টাকা হারে) ৭৩,৫০০ টাকা থাকে তথা ওই পরিমান মাল বা টাকা এক বছর অতিবাহিত হলে তার উপর যাকাত ওয়াজিব হবে।

 

সভায় অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, কান্দিভিটা জামে মসজিদের খতিব, হাফেজ মাওঃ মোঃ গোলাম মোস্তফা, আলাইপুর জামে মসজিদের খতিব মাও.মোঃ মফিজুর রহমান, মসজিদুল মোকাররক জামে মসজিদের খতিব মুফতি মাওঃ মোঃ জহুরুল ইসলাম, চাঁদপুর কওমী মাদ্রাসার মুহতামিম মোঃ মাহমুদুল হাসান, বিটিভি ও দৈনিক ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, নাটোর জেলার ইমাম কল্যাণ পরিষদের সাধরণ সম্পাদক মাহবুবুর রহমান এবং নাটোর ইমান আকিদা সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক খবির উদ্দিন  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার