আজ- শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

বরিশালে জাল দলিরের চেষ্টা: আটক চার

সত্যবার্তা ডেস্ক :

 

বরিশালের বাকেরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে এসে ভুয়া দাতা সেজে জমি রেজিস্ট্রি করার সময় দাতা ও গ্রহীতাদের আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।জানা যায়, মঙ্গলবার (১৫ মার্চ) ৭৭.৫০ শতক জমি ২০ লক্ষ টাকা বহায় মূল্যে দলিল লেখক সুরঞ্জিত হাওলাদারের কাছে এসে দাতা শ্যাম লাল ব্রহ্মের পুত্র শশী ভুসন ব্রহ্ম ও জ্যোতি

ব্ররহ্ম ছদ্মনাম ব্যবহার করে গ্রহীতা কৃঞ্চ লাল ব্রহ্মের পুত্র মতিলাল ব্রহ্ম ও অভিনয় ব্রহ্মের পুত্র বিপ্লব কুমার ব্রহ্মের নিকট স্বশরীরে সাব-রেজিস্টার হারুন আল ইসার সম্মুখে উপস্থিত হয়ে সাব কবলা দলিল সম্পন্ন করতে এলে তাদের পরিচয়ের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।পরে হারুন আল ইসার চাতুরতার সাথে তাদের বসিয়ে রেখে বিভিন্নভাবে কবলা

দলিলের জমাকৃত কাগজপত্রাদি পর্যালোচনার পর সব কিছুই ভূয়া প্রমাণিত হলে বাকেরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার হারুন আল ইসা জানান, সাব কবলা দলিল করতে এলে প্রত্যেককেই সঠিক বাছাইয়ের জন্য কাগজপত্র বা পারিবারিক সংশ্লিষ্ট কিছু প্রশ্ন

করা হয়, যার সঠিক জবাব প্রকৃত দাতা গ্রহীতা ছাড়া দেওয়া সম্ভব নয়। আর এদের ক্ষেত্রেও একইভাবে জিজ্ঞাসাবাদ করলে সঠিক জবাব না পাওয়ায় সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা তাদের জাল জালিয়াতির কথা স্বীকার করে। পরে তাদের তাৎক্ষণিক আইনের হাতে সোপর্দ করা হয়।অনুসন্ধানে জানা গেছে, প্রকৃত জমির মলিকদ্বয়

বর্তমানে ভারতে বসবাসরত আছেন।বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন জানান, বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রারের সহযোগিতায় জাল জালিয়াতির মাধ্যমে সাব কবলা দলিল সম্পন্ন করতে আসা ভূয়া দাতা হিসেবে দুজন ও গ্রহীতা দুজনকে রাত ১০টায় আটক করে মামলার রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার