পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে।

গত রোববার রাতে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির একটি পুরাতন গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্তকে ব্যাংকের গেটের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সটকে পড়ে। ব্যাংকে কর্মরত কয়েকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পানি ঢেলে আগুন নেভান।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাপস জানান, খবর পেয়ে দ্রুত যায়গায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের ক্ষতি হয়নি।

ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে ডাকেন। নিচে নেমে দেখি গেটে আগুন জ্বলছে। সাথে সাথে পানি এনে আগুন নিভাই। পরে পুলিশকে খবর দিই। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অভিযোগ দায়ের করেছি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।