সমঝোতা ‘চূড়ান্ত’, ইসলামী আন্দোলনকে নিয়েই জোটের প্রার্থী ঘোষণার আশাবাদ মামুনুলের
মোর্চা ছাড়ার ইঙ্গিত দিয়ে 'সর্বদলীয় বৈঠকে' অংশ না নিলেও ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন মামুনুল হক। জানিয়েছেন রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে চূড়ান্ত সমঝোতার বিষয়ে বিস্তারিত জানানো হবে।এদিন দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে...
মোর্চা ছাড়ার ইঙ্গিত দিয়ে 'সর্বদলীয় বৈঠকে' অংশ না নিলেও ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন মামুনুল হক। জানিয়েছেন রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে চূড়ান্ত সমঝোতার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিন দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকের পর মামুনুল হক বলেন, 'ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা এক সঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব।'
বৈঠকে মামুনুল হক ছাড়াও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগারিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, এই জোটের (১১ দল) রাজনৈতিক গুরুত্ব আছে। জোট নিয়ে মানুষের আকাঙ্ক্ষার জায়গা আছে। যে মতভিন্নতার জায়গা আছে তা কেটে যাবে।
বৈঠকের শেষ পর্যায়ে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ মুনতাসির আলি জামায়াত কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন, আজ রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ৫০ আসন ফাঁকা রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। তারা না এলে পরবর্তীতে বাকি আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।
বৈঠক সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলনকে শেষ পর্যন্ত এই সমঝোতায় রাখতে আলোচনার জন্য ১০ দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে।