এনআইডি জালিয়াতি ও তথ্য পাচার: ইসি কর্মীসহ গ্রেপ্তার ২
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও নাগরিকদের গোপনীয় তথ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের একজন ইসির কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী।সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানিয়েছেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এনআইডি জালিয়াতি চালাচ্ছিল। এভাবে মাসে কোটি টাকার বেশি আয় করছিলেন তারা।সিআইডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা অবৈধভাবে এনআইডি সংশোধন, ভুয়া তথ্য স...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও নাগরিকদের গোপনীয় তথ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের একজন ইসির কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানিয়েছেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এনআইডি জালিয়াতি চালাচ্ছিল। এভাবে মাসে কোটি টাকার বেশি আয় করছিলেন তারা।
সিআইডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা অবৈধভাবে এনআইডি সংশোধন, ভুয়া তথ্য সংযোজন এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে তদন্তের আরও তথ্য তুলে ধরা হবে।