পটুয়াখালী-১ সংসদীয় আসনের আওতাভুক্ত বিএনপির চারটি সাংগঠনিক কমিটি স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পৌরসভা ও তিনটি উপজেলা কমিটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী সদর উপজেলা, দুমকি উপজেলা এবং মির্জাগঞ্জ উপজেলার বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত থাকবে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।