রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুর পৌনে ১টার দিকে এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

তাইজুলকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী মো. আলতাফ হোসেন। তিনি জানান, তাইজুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর থানাধীন আকন্দপাড়া গ্রামে।

তাইজুল রাজমিস্ত্রির সহযোগী ছিলেন। দীর্ঘদিন ধরে তারা ওই ভবনে কাজ করে আসছেন।

'আজ দুপুরে ১৩ তলা ভবনটির পাশে কাজ করছিল তাইজুল। হঠাৎ সাটারিংয়ের লোহার পাইপ তার মাথায় পড়ে,' বলেন আলতাফ।

পাইপটি ষষ্ঠতলা থেকে পড়েছিল জানিয়ে তিনি বলেন, 'পাইপটি খুলে পড়েছে নাকি কেউ উপর থেকে ছুড়ে ফেলেছে তা জানা যায়নি।'

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।