দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা যায়, মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

আজ রোববার বিকেলে নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।

এর আগে, গতকাল খেলাপি ঋণ ইস্যুতে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও এই আসনে মনোনীত হাসনাত আব্দুল্লাহর আবেদনে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়।