বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার মার্কিন রাষ্ট্রদূতের
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার সময় এই অঙ্গীকারের কথা জানান তিনি।এক বিবৃতিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশকে বন্ধু হিসেবে পেয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও সার্বভৌমত্ব শক্তিশালী করতে একসঙ্গে কাজ করছি। এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র–বা...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার সময় এই অঙ্গীকারের কথা জানান তিনি।
এক বিবৃতিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশকে বন্ধু হিসেবে পেয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও সার্বভৌমত্ব শক্তিশালী করতে একসঙ্গে কাজ করছি। এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করতে আমি আগ্রহী।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ১২ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন।
পরদিন ১৩ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং চিফ অব প্রোটোকল নূরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে কূটনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।