চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করে বাসচালক ও সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলতাফ (২৫) ও মো. সাগর (২৪) এবং মো. রাব্বি (২১)।ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করে বাসচালক ও সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলতাফ (২৫) ও মো. সাগর (২৪) এবং মো. রাব্বি (২১)।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।