সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহীদকে 'ডেভিল' আখ্যা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া জাফর আহমেদকে উপজেলা পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে পুলিশ তাকে উদ্ধার করেছে।

জাফর আহমেদ জুলাই আন্দোলন চলাকালে জকিগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার বাদী। এছাড়া তিনি স্থানীয় ছাত্রদল নেতা। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তিনি ১০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

তবে রাজ্জাক জানিয়েছেন, সেই মামলায় আবদুস শহীদের নাম নেই।

'মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলা নেই। প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি এবং নতুন কোনো অভিযোগও দায়ের হয়নি,' বলেন এই পুলিশ কর্মকর্তা।

যোগাযোগ করা হলে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'জকিগঞ্জ উপজেলায় বর্তমানে কোনো কমিটি নেই। তবে জাফর অতীতেও ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, এখনো আছেন।'

তিনি আরও বলেন, 'জুলাই আন্দোলনে জাফর সক্রিয় ছিলেন। সে সময় তিনি আহত হয়েছিলেন।'

সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসে (ইউএনও) জনপ্রতিনিধিদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাফর আহমেদের নেতৃত্বে একদল তরুণ-যুবক আবদুস শহীদকে 'ডেভিল' আখ্যা দিয়ে আটক করেন এবং পরে তাকে থানায় সোপর্দ করেন। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর মানিকপুর ইউনিয়নের বাসিন্দারা উপজেলা পরিষদে যান এবং জাফর আহমেদসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন।

জাফর আহমেদ দাবি, আবদুস শহীদ আওয়ামী লীগ নেতা।

ইউএনও অফিসে অনুষ্ঠিত বৈঠকের একটি ভিডিওতে দেখা যায়, আবদুস শহীদকে আওয়ামী লীগের নেতা 'ডেভিল' বলে জাফর অভিযোগ তোলেন। তার কাছে সাক্ষ্যপ্রমাণ রয়েছে বলে ইউএনওকে জানান জাফর।

এর বিরোধিতা করে উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, 'আমি সর্বোচ্চ দায়িত্ব নিয়ে বলছি, আবদুস শহীদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাও নন এবং জকিগঞ্জ থানার কোনো মামলার এজাহারভুক্ত আসামিও নন।'

রাজ্জাক বলেন, 'যেহেতু তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে, সে কারণে আজ সকালে ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় আবদুস শহীদকে আদালতে হাজির করা হয়েছে।'