রাজধানীর শাহবাগ এলাকায় খেলনা পিস্তলসহ আরাফাত জামান নামে এক যুবককে আটক করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আজ সোমবার রাতে শাহবাগে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে তাকে আটক করা হয়। দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনিরুজ্জামান।

তিনি বলেন, এক যুবককে থানায় নিয়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তার কাছ থেকে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটি খেলনা পিস্তল।

ওসি মোনিরুজ্জামান আরও বলেন, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে।