কুড়িগ্রামে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রাম সদর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।আজ শনিবার সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ফারাজীপাড়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।গ্রামবাসী জানান, শুক্রবার দিবাগত ভোররাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ফারাজীপাড়ায় ঘোরাঘুরি করতে দেখেন। চোর সন্দেহে গ্রামবাসী মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জাহ...
কুড়িগ্রাম সদর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
আজ শনিবার সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ফারাজীপাড়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
গ্রামবাসী জানান, শুক্রবার দিবাগত ভোররাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ফারাজীপাড়ায় ঘোরাঘুরি করতে দেখেন। চোর সন্দেহে গ্রামবাসী মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জাহাঙ্গীর আলম আরও বলেন, 'পুলিশ তদন্ত শুরু করেছে।'
'নিহত যুবকের পরিচয় জানা যায়নি। ওই যুবক কারও বাড়িতে চুরি করতে গিয়েছিলেন কি না তাও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে,' যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।