কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা আমিরের মৃত্যু
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম অচেতন হয়ে পড়েন। পরে তাকে শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের এনএস রোডে এ ঘটনা ঘটে। আবুল হাশেম মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার।তিনি বলেন, আবুল হাশেম বক্তব্য দেওয়ার সময় হঠাৎ লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।&...
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম অচেতন হয়ে পড়েন। পরে তাকে শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের এনএস রোডে এ ঘটনা ঘটে।
আবুল হাশেম মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার।
তিনি বলেন, আবুল হাশেম বক্তব্য দেওয়ার সময় হঠাৎ লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় শহরের চাদাগাড়া ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ উপজেলা মিরপুরের ফুটবল মাঠে।
মান্নান হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডা. শামীম আরা বেগম বলেন, হাসপাতালে আনার আগেই আবুল হাশেম মারা যান।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে 'হত্যার হুমকি' দেওয়ার প্রতিবাদে আজ প্রতিবাদ র্যালি ও সমাবেশ করা হয়। বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র্যালি এনএস রোড দিয়ে একতারা মোড়ে পৌঁছায়। সেখানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অচেতন হয়ে পড়েন আবুল হাশেম।