ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের কাজ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

আজ সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, প্রার্থীদের তা নিশ্চিত করতে অনুরোধ জানান।

শরফ উদ্দিন বলেন, ঢাকার বিভাগীয় কমিশনারের অফিসে সকাল থেকে থেকেই আমরা দেখছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসা প্রার্থীরা সুশৃঙ্খলভাবে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল ৫টা পর্যন্ত এটি চলবে।

তিনি আরও জানান, একাধিক প্রার্থী একই সঙ্গে এসে মনোনয়নপত্র জমা দিলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় আছে। অনেক ক্ষেত্রে দুই-তিন প্রার্থী একসঙ্গে এসেছেন। জুনিয়র ও সিনিয়র প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের আশাবাদী করেছে। এই ধারা অব্যাহত থাকলে আসন্ন নির্বাচন খুবই শান্তিপূর্ণ ও ন্যায্যভাবে অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, এ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো বড় ধরনের ঝুঁকি সনাক্ত করতে পারেনি। তবে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে এবং প্রয়োজনে আরও নির্দেশনা জারি করা হবে।

ঢাকা শহরে পোস্টার ও দেয়াল লিখন সরানোর বিষয়ে তিনি বলেন, নির্বাচন সময়সূচি ঘোষণার পর থেকে দুই সিটি করপোরেশন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মনোনয়নপত্র জমার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চূড়ান্ত সংখ্যা এখনো জানা যায়নি। বিকেল ৫টার পর আমরা বিস্তারিত তথ্য দিতে পারব। যারা আমাদের কমপাউন্ডে ৫টার মধ্যে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

নির্বাচন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন তদন্ত কমিটি মোতায়েন করা হয়েছে। যদি কোনো নির্বাচনী অনিয়ম ধরা পড়ে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।