শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় স্লোগান
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষোণায় সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে ভিড় বাড়ছে। গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হয়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান দিচ্ছেন।আজ সকাল ৯টার দিকে গেটের সামনে অল্প কিছু মানুষ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।হাইকোর্টের মূল ফটকের সামনে লাল কাপড় দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের ব্যানারে 'ছাত্র জনতার প্রতিক্রিয়া সম্মেলন' লেখা ব্যানার দেখা যায়। 'মঞ্চ ২৪' নামে এ...
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষোণায় সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে ভিড় বাড়ছে। গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হয়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান দিচ্ছেন।
আজ সকাল ৯টার দিকে গেটের সামনে অল্প কিছু মানুষ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।
হাইকোর্টের মূল ফটকের সামনে লাল কাপড় দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের ব্যানারে 'ছাত্র জনতার প্রতিক্রিয়া সম্মেলন' লেখা ব্যানার দেখা যায়। 'মঞ্চ ২৪' নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে এ আয়োজন করা হয়েছে।
মাইকে কিছুক্ষণ পরপর বক্তব্য দেওয়া হচ্ছে। সেই সঙ্গে শেখ হাসিনার ফাঁসির দাবিতে চলছে স্লোগান।
একই দাবিতে গণ অধিকার পরিষদের একটি অংশ মূল ফটকের সামনে মানববন্ধন করেছে। এ ছাড়া জনজোট বিপ্লবী মঞ্চসহ আরও কয়েকটি সংগঠন ও কিছু ব্যক্তি গেটের সামনে অবস্থান নিয়েছেন।
উপস্থিত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর থেকে এসেছেন মবিনুল ইসলাম। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রকাশ করতেই তিনি এত দূরে এসেছেন।
মবিনুল ইসলাম বলেন, 'শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তাতে তার ফাঁসি হওয়া উচিত। সর্বোচ্চ শাস্তি তার প্রাপ্য। এই রায় কার্যকরের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হবে।'
তিনি আরও বলেন, 'তার মৃত্যুদণ্ড হলে রাজনৈতিক দল ও নেতাদের জন্য একটি বার্তা যাবে—হাসিনার মতো পরিণতি না চাইলে এ থেকে শিক্ষা নিতে হবে। সৎ থাকতে হবে, দুর্নীতি করা যাবে না, জনগণের টাকা লুট করা যাবে না, বিচারহীনতার সংস্কৃতি ও গুম বন্ধ করে দেশ গড়তে হবে।'