সিলেটে দেশীয় অস্ত্রসহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আটক
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আজ বৃহস্পতিবার ভোরে নগরীর সুবিদবাজার এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, সেনাবাহিনীর একটি দল তার বাসায় অভিযান চালিয়েছিল। দেশীয় অস্ত্রসহ আটকের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।'তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,' বলেন সাইফুল।যোগাযোগ করা হলে জেলা বিএনপি সেক্র...
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বৃহস্পতিবার ভোরে নগরীর সুবিদবাজার এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেনাবাহিনীর একটি দল তার বাসায় অভিযান চালিয়েছিল। দেশীয় অস্ত্রসহ আটকের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
'তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,' বলেন সাইফুল।
যোগাযোগ করা হলে জেলা বিএনপি সেক্রেটারি ইমরান আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাটি শুনেছি। আমরা বিস্তারিত খোঁজ-খবর করছি।'