মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শেখ হাসিনার রায়ের প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের সামনে মিছিল বের করে। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে এবং কনস্টেবল মো. শফিক ও মো. বাদশাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় 'সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ' এবং 'মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ' লেখা ব্যানারে ২৫-৩০ জন মিছিল বের করে।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। 

সিরাজদিখান থানার ওসি আবু বকর বলেন, 'বিক্ষোভকারীদের ঘটনাস্থলেই আটক করতে পারতেন কর্তব্যরত পুলিশ সদস্যরা, কিন্তু তা করেননি। এ অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।'

পরে মিছিলে অংশগ্রহণকারী ৩ জনকে আটক করে পুলিশ।

তারা হলেন- মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) এবং মন্টু ভূঁইয়া (৩০)।