ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার।চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৩ জন। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬ হাজার ৯২৪ জন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৯৮৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন...
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৩ জন। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬ হাজার ৯২৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৯৮৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।