গবেষণায় পাকিস্তানের সহযোগিতা চাইলেন তথ্য উপদেষ্টা
পূর্ব পাকিস্তান আমলের ২৪ বছরের বিভিন্ন আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণায় বাংলাদেশের গবেষকদের সহযোগিতা করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।আজ মঙ্গলবার সচিবালয়ে মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় তথ্য উপদেষ্টা এ আহ্বান জানান।সাক্ষাৎকালে মাহফুজ আলম বলেন, বাংলাদেশের অনেক গবেষক ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিদিনের আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণা করতে চান। গবেষণার জন্য পাকিস্তান...
পূর্ব পাকিস্তান আমলের ২৪ বছরের বিভিন্ন আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণায় বাংলাদেশের গবেষকদের সহযোগিতা করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
আজ মঙ্গলবার সচিবালয়ে মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় তথ্য উপদেষ্টা এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে মাহফুজ আলম বলেন, বাংলাদেশের অনেক গবেষক ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিদিনের আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণা করতে চান। গবেষণার জন্য পাকিস্তানের আর্কাইভে সংরক্ষিত এ-সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ করা প্রয়োজন।
বৈঠকে দুই দেশের গণমাধ্যমের উন্নয়নে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন আর্থসামাজিক বিষয় নিয়েও আলোচনা হয়।