চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে জিপ পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর
চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দ্রুতগামী একটি জিপ নিচে পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জিপের চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বিকালে নগরীর নিমতলা–বিশ্ব রোড এলাকার বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শফিক।তিনি নগরীর গোসাইডাঙা এলাকার শাহেদের ছেলে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) আউটসোর্সিং কর্মচারী ছিলেন বলে পুলিশ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।পুলিশ জানায়, একটি হ্যারিয়ার মডেলের জিপ তিনজন পুরুষ ও একজন মহিলা যাত্রী নিয়ে পতেঙ্গা থে...
চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দ্রুতগামী একটি জিপ নিচে পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জিপের চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকালে নগরীর নিমতলা–বিশ্ব রোড এলাকার বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শফিক।
তিনি নগরীর গোসাইডাঙা এলাকার শাহেদের ছেলে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) আউটসোর্সিং কর্মচারী ছিলেন বলে পুলিশ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।
পুলিশ জানায়, একটি হ্যারিয়ার মডেলের জিপ তিনজন পুরুষ ও একজন মহিলা যাত্রী নিয়ে পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে থাকা জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিমতলা পয়েন্টে এসে এক্সপ্রেসওয়ের দেয়ালে আঘাত করার পর নিচে পড়ে যায়।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রানা ডেইলি স্টারকে বলেন, 'জিপটি যখন নিচে পড়ে, তখন শফিক সাইকেলে করে নিচ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি সরাসরি গাড়িটির নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি–পোর্ট) মাহমুদূল হাসান ডেইলি স্টারকে বলেন, 'জিপের ৪ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। জিপটি বিকট শব্দে আছড়ে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।'
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার কারণ ও জিপের চালকের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।