ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ মামলায় আসামি ১৮৩
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৮৩ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও অনেককে। আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল।ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকালে ঢাকা–খুলনা, ঢাকা–বরিশাল মহাসড়ক এবং ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া, মুনসুরাবাদ, সুয়াদি ও পুখুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আ...
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৮৩ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও অনেককে।
আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকালে ঢাকা–খুলনা, ঢাকা–বরিশাল মহাসড়ক এবং ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া, মুনসুরাবাদ, সুয়াদি ও পুখুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার পর ১৬ নভেম্বর ভাঙ্গা থানায় মোট চারটি মামলা করে পুলিশ। এর মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি ও মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের ঘটনায় দুটি মামলা করেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন। একটি মামলায় ৬০ জনকে ও অন্য মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের ঘটনায় আরেকটি মামলা করেন এসআই প্রশান্ত কুমার মন্ডল। এ মামলায় আসামি করা হয়েছে ৩৪ জনকে। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের ঘটনায় করা মামলার বাদী এসআই রামপ্রসাদ চক্রবর্তী। এ মামলায় ৪৭ জনকে আসামি করা হয়েছে।
এই চার মামলায় আসামিদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মোবারক খলিফা, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাওসার আকন্দ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সালতান রাহাত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহসভাপতি শাকিল খান, রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত বিশ্বাস অর্ক, সাধারণ সম্পাদক নূর আলম প্রান্ত, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবা শীষ নয়ন। এছাড়া ভাঙ্গা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, সন্ত্রাসবিরোধী আইনে জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতার পরিকল্পনা, প্রস্তুতি, সমর্থন, অর্থায়ন এবং অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও প্রচেষ্টার অভিযোগে এসব মামলা করা হয়েছে।