কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী উল্লেখ করে এক স্কুলশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যোগাযোগ করা হলে আজ বৃহস্পতিবার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থী বর্তমানে হাজতে আছে। তার বাবা ইসাক মিয়া জানিয়েছেন, গত মঙ্গলবার ভোররাত ৩টার দিকে পুলিশ তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

'আমার ছেলে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আজ থেকে তার বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। অথচ জামিন অথবা কারাগারে পরীক্ষার অনুমতি চেয়েও প্রতিকার পাইনি,' বলেন ইসাক।

সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করার পর এর প্রতিবাদে মিছিল হয়। সেই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

ফজলুল হক বলেন, 'মিছিলে অংশ নেওয়ায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। এখানে কে পরীক্ষার্থী ছিল আমাদের জানা নেই।'

জানতে চাইলে ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার ডেইলি স্টারকে জানান, 'ওই কিশোর অষ্টম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আদালতে উপস্থাপনের জন্য ওই শিক্ষার্থীর বাবা স্কুল থেকে প্রত্যায়নপত্র নিয়েছেন।'

এ ব্যাপারে আদালতের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, 'আসামি অল্প বয়সী শিক্ষার্থী হলে ম্যাজিস্ট্রেট বিষয়টি বিবেচনা করবেন। তদন্ত পর্যায়ে থাকলে তদন্তকারী কর্মকর্তা বিবেচনা করতে পারেন।'