রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে বংশাল থানার সাব-ইন্সপেক্টর আশীষ কুমার ঘোষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ভূমিকম্পের সময় সাততলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।'

ফায়ার সার্ভিস জানিয়েছে, মিটফোর্ড হাসপাতালে হাসপাতালে তিনজন মারা গেছেন এবং ১০ জন চিকিৎসাধীন আছেন।

এএসআই জাকারিয়া হোসেন নয়নের বরাতে ফায়ার সার্ভিস জানায়, আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেওয়াল ও কার্নিশ থেকে ইট ও পালেস্তারা খসে নিচে পড়ে। যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আরমানিটোলায় সাততলা ভবনের ছাদের ইট-নির্মিত রেলিং ভেঙে পড়েছে ও স্বামীবাগে একটি আটতলা ভবন সামান্য হেলে গেছে।

তিনি বলেন, 'ফায়ারসার্ভিসের টিম ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ারসার্ভিস আরও অনেক ফোনকল পেয়েছে।'

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।