রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন সাতজন। 

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন—সাদিক (২১), মঈন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বকর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিল চলছিল। সেসময় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও বলেন, আহত সাতজনই মাথায় আঘাত পেয়েছেন। তবে তারা কেউই সংঘর্ষের সঠিক কারণ বিস্তারিত জানাননি।