সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহত ফজর আলী সদরের মাহমুদপুর গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত হন আরও দুই জন।আজ শনিবার দুপুর দুইটার দিকে সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহত দুজন হলেন—আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার নজরুল ইসলাম ও সদরের ফিংড়ী ইউনিয়নের আকবার সরদার। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা...
সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ফজর আলী সদরের মাহমুদপুর গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত হন আরও দুই জন।
আজ শনিবার দুপুর দুইটার দিকে সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত দুজন হলেন—আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার নজরুল ইসলাম ও সদরের ফিংড়ী ইউনিয়নের আকবার সরদার। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাইপো আসাদুজ্জামান কারিগর দ্য ডেইলি স্টারকে জানান, তার চাচা ফজর আলী আজ দুপুর দেড়টার দিকে নামাজ পড়তে যাচ্ছিলেন। সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলা নামক স্থানে সাতক্ষীরা-২ আসনের জামায়াতের প্রার্থীর শোডাউনের একটি মোটরসাইকেলে ধাক্কা লেগে তিনি মারাত্মক আহত হন।
তিনি আরও জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রাত আটটার পর বাদামতলা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সাতক্ষীরা-২ আসনের জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউনের সময় বাদামতলা নামক স্থানে এক বৃদ্ধের সঙ্গে ধাক্কা লাগে। তিনি পড়ে গিয়ে আহত হন। তবে তার কোথাও কেটে কিংবা ভেঙে যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। তিনি আরও জানান, স্থানীয়রা বলছেন পড়ে যাওয়ার পর তার হৃৎক্রিয়া বন্ধ হয়ে যেতে হতে পারে।