নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. পারভেজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বজনরা অভিযোগ করেছেন, চুরির অপবাদে ভোররাতে তুলে নিয়ে গিয়ে পারভেজকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

আজ সোমবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন।

'নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে,' বলেন তিনি।

পারভেজ পেশায় নির্মাণশ্রমিক। তিনি সিদ্ধিরগঞ্জের বার্মাশিল্ড এলাকার মৃত তারা মিয়ার ছেলে। উপজেলার ঢাকেশ্বরী এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকতেন।

লিয়াকত আরও বলেন, 'প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাচড়া এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিনের বাড়ির বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।'

'মেজবাহ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন,' বলেন তিনি।

পুলিশ জানিয়েছে, মেজবাহ উদ্দিন ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ভাই এমএ রশীদ বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

পারভেজের স্ত্রী খাদিজা বেগম সাংবাদিকদের বলেন, সে রাজমিস্ত্রি, সে চোর না। 'বিদ্যুতের তার চুরি করছে কইয়া আমার স্বামীরে ভোররাতে ধইরা নিয়া পিটায়ে মারছে। আমি এর বিচার চাই,' বলেন খাদিজা।

এলাকাবাসীর বরাত দিয়ে লিয়াকত বলেন, 'ভোররাত ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত পারভেজকে নির্যাতন করা হয়েছে। নিহত যুবকের শরীরে নির্যাতনের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।'

পারভেজের বিরুদ্ধে পাঁচটি মাদক ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে, জানান এই পুলিশ কর্মকর্তা।