তদন্তে কেউ চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করে দেওয়া হবে: দুদক চেয়ারম্যান
দুর্নীতির তদন্তে বাধা দেওয়ার জন্য কেউ চাপ প্রয়োগের চেষ্টা করলে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।আজ মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।সভায় দুদকের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, 'ভবিষ্যতে যদি কেউ দুদকের ওপর অযাচিত চাপ প্রয়োগের চেষ্টা করে, তাহলে আমরা তাদের নাম প্রকাশ করব।'তিনি বলেন, 'আগামীতে যে দুদককে পেতে চাই আইন কানুনের সহায়তায় এবং আইনের ওপর...
দুর্নীতির তদন্তে বাধা দেওয়ার জন্য কেউ চাপ প্রয়োগের চেষ্টা করলে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় দুদকের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, 'ভবিষ্যতে যদি কেউ দুদকের ওপর অযাচিত চাপ প্রয়োগের চেষ্টা করে, তাহলে আমরা তাদের নাম প্রকাশ করব।'
তিনি বলেন, 'আগামীতে যে দুদককে পেতে চাই আইন কানুনের সহায়তায় এবং আইনের ওপর ভিত্তি করে, সেই দুদক যদি আগের দুদকের চেয়ে দুর্বল হয় সেটা কি আমরা গ্রহণ করব? নিশ্চয়ই তা ঠিক হবে না।'
'দুদকের স্বাধীনতা দুদকের ওপর অন্যদের হস্তক্ষেপ যেন না হয়, সেটা বজায় রাখতে হবে। আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে। সেগুলো আমরা চেষ্টা করছি কাটিয়ে উঠতে,' বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, 'রাজনীতিবিদদের যাদের অ্যারেস্ট করার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। তবে আশার কথা আমাদের একটা বড় মামলার রায়ের খুব কাছাকাছি চলে এসেছে।'
'দুদক চেষ্টা করবে আগামী দিনগুলোতে মাথা উঁচু হয়ে থাকতে। এখন পর্যন্ত আমরা নিরপেক্ষভাবে সঠিকভাবেই কাজ করে আসছি। অনেক বড় বড় তদবির এসেছে। আমরা কোনো তদবিরেই হেরে যাইনি,' বলেন তিনি।