জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলার অভিযোগ পাওয়া গেছে।  

আজ মঙ্গলবার ভোরে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজি কারখানায় গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায় একদল সশস্ত্র দুষ্কৃতিকারী। 

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জান্নাতুল হুমায়রা জেমি ও সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এসে তিনজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

কারখানার ম্যানেজার নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে তারা রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কারখানার গেট ভাঙচুর করে।'

আটক পাঁচজন হলেন—মুন্সী নাংলা গ্রামের জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনার মরখালী গ্রামের মো. মাসুম (২৫), মেলান্দহের বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা গ্রামের লিখন আহমেদ সাকিব (২৬) এবং একই গ্রামের মোশারফ মিয়া।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, 'আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে মেলান্দহ থানায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'