সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারে টেকনাফ থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি বড় দল কচ্ছপিয়া ঘাট উপকূলে জড়ো হয়েছিল বলে জানতে পারি আমরা।

পরে বাহারছড়া কোস্টগার্ড আউটপোস্ট ও পুলিশের সমন্বিত দল সেখানে অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করে বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, একাধিক সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভালো চাকরি, উন্নত জীবন ও কম খরচের প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এনেছে। তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড জানায়, মানবপাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।