বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা দ্রুত আবুল সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ বাউল ও শিল্পী সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মধু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কিশোরগঞ্জ শাখার সভাপতি বাউল হারিছ, শানে পাঞ্জাতন মহরম জারি দলের পরিচালক বাউল আব্দুল মান্নান, বাউল কিবিরিয়া খোকন,...
বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা দ্রুত আবুল সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ বাউল ও শিল্পী সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মধু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কিশোরগঞ্জ শাখার সভাপতি বাউল হারিছ, শানে পাঞ্জাতন মহরম জারি দলের পরিচালক বাউল আব্দুল মান্নান, বাউল কিবিরিয়া খোকন, মাসুদুর রহমান (মিলন) এবং জেলা যুবদলের সহসভাপতি রকিবুল হাসান (ফয়সাল)।
এ ছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন তরফীয়া দরবার ও মাজার শরীফের পীরজাদা সৈয়দ ইয়াছিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদিচির সাধারণ সম্পাদক বাবুল রেজা, বাপা কিশোরগঞ্জের সভানেত্রী আইনজীবী হামিদা বেগম এবং মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহার।
বক্তারা দ্রুত আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তারা দেশের বিভিন্ন দরবার শরীফ, মাজার ও মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাসহ সুফী, পাগল ফকিরদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি করেন।
এসময় বক্তারা দেশব্যাপী বিভিন্ন দরবার শরীফ, মাজার ও মাজার সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়া এবং সূফী, পাগল ফকিরদের শারীরিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাদারীপুরে একটি গানের অনুষ্ঠানস্থল থেকে ধর্মীয় অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ নিয়ে যাওয়া হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।