গাজীপুর মহানগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন—গাজীপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মধ্য ভোরা এলাকায় এই ঘটনা ঘটে।'

যোগাযোগ করা হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আবদুর রশিদের কপাল ও ঠোঁটে গভীর জখম হওয়ায় সেলাই দিতে হয়েছে। তার হাঁটুতেও আঘাত রয়েছে। মাথায় আঘাত লাগায় সাইফুল কিছুক্ষণ অচেতন ছিলেন। তার দুটি দাঁত ভেঙে গেছে এবং ঠোঁট ও চোখে আঘাতের ক্ষত হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।'

সূত্র জানিয়েছে, আহত পুলিশ সদস্যরা ওই এলাকায় একটি অভিযানে গিয়েছিলেন। সে সময় ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালান। পুলিশ সদস্যদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান।

মেহেদী আরও জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।