ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন—আদম আলী (৫৮), ইব্রাহিম (৫৫) ও দুলাল (৫৫)।

নিহত নজরুল ইসলাম (৪০) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।

স্থানীয়দের বরাতে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল
মামুন ডেইলি স্টারকে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়ার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বের হওয়ার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সেসময় ছুরিকাঘাতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর ডেইলি স্টারকে বলেন, 'আমাদের অফিস উদ্বোধন শেষে বের হওয়ার সময় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে আমার সমর্থক নজরুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। হামলাকারীরা বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতাকর্মী। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

এ বিষয়ে জানতে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত নজরুলের ছেলে সোলায়মান আজ বিকেলে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদের আদালতে হাজির করা হবে।