বান্দরবানে ম্রোদের ওপর হামলায় গুরুতর আহত ৮: পুলিশ
বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রোদের ওপর হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। ফসল চুরিকে কেন্দ্র করে গতকাল শনিবার উপজেলার ৩ নম্বর ইউনিয়নের জানালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, চুরির মামলায় জামিনে ছাড়া পেয়ে প্রধান অভিযুক্ত জাফর আলম (৪৫) এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ দ্য ডেইলি স্টারকে জানান, জাফর এর আগে চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিন পান।ওসি জানান, ফসল চুরির চেষ্টার জের ধরে জাফ...
বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রোদের ওপর হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। ফসল চুরিকে কেন্দ্র করে গতকাল শনিবার উপজেলার ৩ নম্বর ইউনিয়নের জানালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চুরির মামলায় জামিনে ছাড়া পেয়ে প্রধান অভিযুক্ত জাফর আলম (৪৫) এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ দ্য ডেইলি স্টারকে জানান, জাফর এর আগে চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিন পান।
ওসি জানান, ফসল চুরির চেষ্টার জের ধরে জাফর তার দলবল নিয়ে জানালিপাড়ায় হামলা চালান। হামলায় রোহিঙ্গা ও অন্য ব্যক্তিরা দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। এতে ১৮ জন আহত হন, যাদের মধ্যে ৮ জন গুরুতর।
ওসি বলেন, 'জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রথমে ফসল চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর হামলা হয়। পরে সন্ধ্যায় থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে নয়াপাড়া কবরস্থান এলাকায় দ্বিতীয় দফায় হামলার শিকার হন তারা। আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জাফর আলমের মবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।