শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে আয়ান ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে প্রসিকিউশন।আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ (আইসিটি-১) এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, 'প্রসিকিউশন ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। আজই এ বিষয়ে শুনানি হবে।'
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে আয়ান ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে প্রসিকিউশন।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ (আইসিটি-১) এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'প্রসিকিউশন ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। আজই এ বিষয়ে শুনানি হবে।'