২১ মাস পর যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ
২১ মাস ৮ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ চালু হয়েছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায়। ফলে আবার চালু হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল) নামে পরিচিত সরকারি মালিকানাধীন কারখানাটি।গত রোববার সন্ধ্যায় কারখানাটিতে গ্যাস সংযোগ সচল করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (টিজিটিডিসিএল)।জেএফসিএলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্যাস সংযোগ সচল হয়েছে। তবে সম্পূর্ণ উৎপাদনে যেতে ১০–১৫ দিন সময় ল...
২১ মাস ৮ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ চালু হয়েছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায়। ফলে আবার চালু হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল) নামে পরিচিত সরকারি মালিকানাধীন কারখানাটি।
গত রোববার সন্ধ্যায় কারখানাটিতে গ্যাস সংযোগ সচল করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (টিজিটিডিসিএল)।
জেএফসিএলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্যাস সংযোগ সচল হয়েছে। তবে সম্পূর্ণ উৎপাদনে যেতে ১০–১৫ দিন সময় লাগবে।'
নরসিংদীর ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন অব্যাহত রাখতে গত বছরের ১৫ জানুয়ারি যমুনা সার কারখানার গ্যাসের চাপ কমানো হয়। তাতে উৎপাদন বন্ধ হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্যাস সরবরাহ বাড়ানো হলে উৎপাদন শুরু হয়েছিল। তবে চার দিন পর আবার বন্ধ হয়ে যায় পুরো কারখানা।
জেএফসিএল সূত্র জানায়, গ্যাস সংযোগ না থাকলেও কারখানার মাসিক খরচ ছিল প্রায় ১৫ কোটি টাকা। উৎপাদন চালু হলে মাসে ৪২ হাজার মেট্রিক টন সার উৎপাদন সম্ভব। এতে কারখানাটির আয় হয় প্রায় ১৫২ কোটি টাকা।
সূত্র আরও জানায়, কারখানা বন্ধ থাকায় ২২ মাসে প্রায় ৩ হাজার ৩৪৪ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া, দীর্ঘ সময় অচল থাকায় যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ সময় কর্মহীন হয়ে পড়েন কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানা দেশের একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর উৎপাদিত সার ময়মনসিংহ, টাঙ্গাইল ও উত্তরাঞ্চলের অন্তত ২১ জেলায় সরবরাহ হয়। কারখানা বন্ধ থাকায় সরকারকে ভর্তুকি দিয়ে বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি করতে হয়।
এর আগে, ২০২৩ সালে টানা ৭২ দিন বন্ধ থাকার পর ওই বছরের ১৭ নভেম্বর চালু হয়েছিল যমুনা সার কারখানা।