বগুড়ায় মায়ের ঝুলন্ত লাশ, বিছানায় দুই সন্তানের মরদেহ
বগুড়ার শাজাহানপুরে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খালিসাকান্দি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মায়ের লাশ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং দুই শিশুর গলা কাটা লাশ বিছানায় পাওয়া যায়।নিহতরা হলেন সাদিয়া আক্তার (২৫) এবং তার দুই সন্তান—মেয়ে সাইফা (৪) ও ছেলে সাইফ (২)। সাদিয়া ওই গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব...
বগুড়ার শাজাহানপুরে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খালিসাকান্দি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মায়ের লাশ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং দুই শিশুর গলা কাটা লাশ বিছানায় পাওয়া যায়।
নিহতরা হলেন সাদিয়া আক্তার (২৫) এবং তার দুই সন্তান—মেয়ে সাইফা (৪) ও ছেলে সাইফ (২)। সাদিয়া ওই গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, 'তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না ঠিক কী ঘটেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।'
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সাদিয়ার শ্বশুরবাড়ির লোকজন তাকে বারবার ডেকে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় লোকজন জানান, তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে তারা শুনেছেন।