বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে।

আজ বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বিবৃতিতে বলা হয়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে অংশ নেওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল আজ নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেছে।

এতে বলা হয়েছে, দুই দেশের এনএসএ সিএসসির কার্যক্রম ও দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে, আলোচনার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সাক্ষাৎকালে খালিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানান।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এটি বাংলাদেশ ও ভারতের এনএসএদের মধ্যে প্রথম বৈঠক।

সিএসসি বৈঠকের নির্ধারিত সময়ের একদিন আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকাল দিল্লিতে পৌঁছান।

ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সিএসসি গঠিত হয়েছিল।