গণভোটের জন্য শিগগির আসছে অধ্যাদেশ
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আইনি ভিত্তি দিতে পৃথক একটি অধ্যাদেশের কাজ চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।তিনি বলেন, গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। এ বিষয়ে সরকার দ্রুতই অধ্যাদেশ করতে যাচ্ছে। আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে এটি (অধ্যাদেশ) হয়ে যাবে।আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য...
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আইনি ভিত্তি দিতে পৃথক একটি অধ্যাদেশের কাজ চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। এ বিষয়ে সরকার দ্রুতই অধ্যাদেশ করতে যাচ্ছে। আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে এটি (অধ্যাদেশ) হয়ে যাবে।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আসিফ নজরুল।
এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতের আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।
আইন উপদেষ্টা বলেন, প্রথমত, তাদের প্রত্যর্পণে ভারত সরকারকে চিঠি পাঠাবে বাংলাদেশ। দ্বিতীয়ত, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া যায় কি না, সেই ভাবনাও রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, তাদের ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারি কি না, তা নিয়ে শিগগির একটি বৈঠক করব।
এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আসামিরা দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই ন্যায়বিচারের স্বার্থে তাদের ফেরত পাঠাতে ভারতের অতিরিক্ত দায়িত্ব রয়েছে। ভারতকে আসামিদের প্রত্যর্পণ চুক্তির অধীনে দায়িত্বের কথা স্মরণ করিয়ে চিঠি পাঠানো হচ্ছে।