গুলিস্তান মোড়ে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ রাত ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে, রাত সাড়ে ১২টার দিকে ৬তলা ভনটির তৃতীয় তলায় আগুন লাগে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, 'খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়।'তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজধানীর গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ রাত ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রাত সাড়ে ১২টার দিকে ৬তলা ভনটির তৃতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, 'খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়।'
তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।