জুরাইনে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যুবক গুলিবিদ্ধ
রাজধানীর জুরাইনে মাদক চোরাকারবারিদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।আজ শনিবার বিকেল ৫টা ১৫মিনিটে জুরাইনের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ। গুলিবিদ্ধ যুবকের নাম শাহিন (৩০)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।শাহিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাহাতুল ইসলাম ও খোরশেদ আলম জানান, তারা শাহিনকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে রিকশা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
রাজধানীর জুরাইনে মাদক চোরাকারবারিদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শনিবার বিকেল ৫টা ১৫মিনিটে জুরাইনের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ।
গুলিবিদ্ধ যুবকের নাম শাহিন (৩০)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শাহিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাহাতুল ইসলাম ও খোরশেদ আলম জানান, তারা শাহিনকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে রিকশা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
এসআই নাঈম আহমেদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাদক চোরাকারবারিদের দুই পক্ষের সংঘর্ষ হয়। সেসময় সংঘর্ষের মধ্যে পড়ে মাথায় গুলিবিদ্ধ হন শাহিন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তিনি চার নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন এবং আশঙ্কামুক্ত।