কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে মো. মুছা (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল রোববার গভীর রাতে বারকই ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি জানান, আজ দুপুরে মুছার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকেই আটক বা গ্রেপ্তার করা যায়নি।

নিহত মুছা উপজেলার বারকরই ইউনিয়নের কাদুটি গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ দিন আগে চাঁদপুর গ্রামের মোবাইল ব্যবসায়ী ময়নাল হোসেন কাদুটি বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে ঠেকিয়ে দুর্বৃত্তরা ৩ লাখ ৫০ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

ওই ঘটনার পর থেকেই ময়নাল মুছার ওপর সন্দেহ করতেন। ডাকাতির পরের দিন থেকে মুছা বাড়ি থেকে নিখোঁজ থাকায় তার সন্দেহ আরও বাড়ে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মুছা রোববার রাতে বাড়ি ফিরে আসেন। বিষয়টি তার স্বজনেরা ময়নালকে জানান। এরপর রাত সাড়ে ১২টার দিকে ময়নাল তার সহযোগী তোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজনকে নিয়ে মুছার বাড়িতে গিয়ে ধরে নিয়ে যায় এবং পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তারা লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

ওসি বলেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত মুছা একজন চোরাচালানকারী ছিল বলে ধারণা করা হচ্ছে। ময়নাল হোসেন তাকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহ করতেন। রোববার রাতে তারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে।'

তিনি আরও জানান, মুছার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ময়নাল হোসেনসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।