কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

হামলায় আহত বাউল ভক্ত আবদুল আলীম বাদী হয়ে আজ সোমবার সন্ধ্যায় সদর থানায় মামলাটি দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'