মিয়ানমার থেকে সিমেন্টের বিনিময়ে মাদক পাচারকালে আটক ৯
মিয়ানমার থেকে সিমেন্টের বিনিময়ে মাদক পাচারের সময় নয়জনকে আটক করেছে কোস্টগার্ড।আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একদল পাচারকারী মদ, ইয়াবা ও অন্যান্য মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে কোস্টগার্ডের কামারুজ্জামান জাহাজ আজ সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। সেসময় একটি মাছ ধরার ট্রলার থেকে ৪৫...
মিয়ানমার থেকে সিমেন্টের বিনিময়ে মাদক পাচারের সময় নয়জনকে আটক করেছে কোস্টগার্ড।
আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একদল পাচারকারী মদ, ইয়াবা ও অন্যান্য মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে কোস্টগার্ডের কামারুজ্জামান জাহাজ আজ সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। সেসময় একটি মাছ ধরার ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার মূল্য প্রায় দুই লাখ ৪৭ হাজার টাকা। অভিযোগ রয়েছে, এসব সিমেন্ট শুল্ক ও কর ছাড়া মিয়ানমারে পাচার করা হচ্ছিল। ট্রলারে থাকা নয়জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা ট্রলার, মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।